Bishwajit Sarker

বিজয় দিবস ২০২৫: লাল-সবুজের চেতনায় এক মহিমান্বিত ইতিহাস

আমাদের জাতীয় ইতিহাসের শ্রেষ্ঠতম অধ‍্যায় হলো একাত্তরের মুক্তিযুদ্ধ। এই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে জন্ম লাভ করে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ—একটি লাল-সবুজের পতাকা, একটি গর্বিত জাতি। ৭১ এর মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জন বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন, যা আমাদের অস্তিত্ব, মর্যাদা ও পরিচয়ের মূলভিত্তি।

স্বাধীনতার রক্তসূর্য ছিনিয়ে আনার সংকল্পে লক্ষ লক্ষ মানুষ—চাষা-ভূষা, শ্রমিক, ছাত্র, শিক্ষক, শিল্পী, সৈনিক—সবাই ঝাঁপিয়ে পড়েছিল যুদ্ধে। দেশের জন্য জীবন দিতে তারা প্রস্তুত ছিল নিঃশর্তভাবে। তিন লক্ষ মা-বোনের সম্ভ্রম আর ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা নামের চিরন্তন অর্জন।

বিজয়ের এই দিনে আমরা স্মরণ করি সেইসব অমর সন্তানকে, যারা জীবন দিয়ে লাল-সবুজের পতাকাকে এনে দিয়েছেন সম্মান ও স্বাধীনতার গৌরব। তাদের অবিনশ্বর স্মৃতির প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি। স্যালুট মুক্তিযুদ্ধের সব বীরকে—কারণ তোমাদের ত্যাগেই বাংলাদেশ আজ স্বাধীন, গর্বিত ও মহিমান্বিত।

Scroll to Top